Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার ডুমুরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৯, আটক ৯

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৬:১৮ পিএম

খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত মেম্বরসহ ৯জন আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিনব্যাপী সাহস ও শোভনা ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারীর মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন সকালে সাহস এতিমখানার সামনে বিজয়ী মেম্বর সিরাজ সরদারের কর্মীরা বাড়ি বাড়ি বিজয়ী শুভেচ্ছা জানাতে বের হন। এসময়ে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের অতর্কিত হামলা চালায়। এতে সদ্য নির্বাচিত ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলাম (৪৫), আলমগীর সরদার(৩৫), আজাহারুল সরদার(৪৫), জামিনুল সরদার(৩৮), আলী আহম্মদ গাজী(৪০), আব্দুল আজিজ শেখ(৬০), পঞ্চানন দাস(৫৫) ও সুভার দাস (৩৪) আহত হন। অপরদিকে শোভনা ইউনিয়নে চিংড়া গ্রামে সহিংসতায় আল মামুন (২৮) নামে একজন আহত হয়। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, সাহস ইউনিয়নে হামলার ঘটনায় ৯জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ