বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার দৌলতখানে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে ভবানীপর ইউনিয়নের চৌড়াস্তা এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, কামাল হোসেন, আজাদ, বাবলু, মিরাজ, ছলেমান, মোঃ সিরাজ,জাফর, হানিফ, মামুন, জাকির,আলমগীর কবির, মিরাজ, দুলাল, ও বাচ্চু। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে, শুক্রবার বেলা ১২টার দিকে ভবানীপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন তাঁর কর্মী-সমর্থকদের ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেনের কাছে যাওয়ার সময় একই ওয়ার্ডের মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে বিজয়ী মোঃ সিরাজের সমর্থকরা তাদের ওপর হামলা করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। সংঘর্ষে আহত ২০ জনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার ভবানীপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণের দিন ভোট গণনায় অনিয়মের বিষয়টি অবগত করতে অবগত করতে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেনের কাছে যান। ওই সময় প্রতিপক্ষ সিরাজের কর্মীরা তার সমর্থকদের ওপর হামলা করে । হামলায় তাঁর ১০/১২ জন সমর্থক আহত হন। পরে আহতদের দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে সেখানেও হামলা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে নির্বাচিত ইউপি সদস্য সিরাজের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এ ব্যাপরে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমান বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।