Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলে গিয়েছে আল-নইম স্কোয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৪:৪৪ পিএম

কয়েক বছর আগেও সিরিয়ার রাকা শহরের আল-নইম স্কোয়ার ছিল আতঙ্কের আর এক নাম। আইএস জঙ্গিদের প্রকাশ্যে অত্যাচার করে সাধারণ মানুষকে হত্যা করার স্থান ছিল সেটি। আইএসের পরাজয়ের পরে সেই প্রাচীন শহর রাকা ফের ঘুরে দাঁড়াচ্ছে।

শহরের কেন্দ্র আল-নইম সেই ঘুরে দাঁড়ানোর একটা নিদর্শন। উত্তর সিরিয়ার এক সময়ের যুদ্ধ বিদ্ধস্ত রাকায় আল-নইম স্কোয়ারে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন নাদির আল-হুসেন। তিনি জানালেন, ‘বন্ধু, পরিবার ও প্রেমিকার সঙ্গে দেখা করার এটাই এখন সেরা ঠিকানা।’ প্রেমিকার জন্যই অপেক্ষা করছিলেন তিনি।

আল-নইম শব্দের অর্থ স্বর্গ। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত যখন রাকা ছিল সিরিয়ায় আইএসের রাজধানী। তখন স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ছিল নরকের সমান। তাদের জারি করা আইনের বিরোধিতা করলে শাস্তি দেয়ার জায়গা হিসাবে আল-নইমকে বেছে নিয়েছিল জঙ্গিরা। মারধর, পাথর ছুড়ে হত্যা, হাত-পা কেটে দেওয়া, ফাঁসিতে লটকানো— কোনও কিছুই বাদ রাখেনি তারা।

আল-নইম স্কোয়ার এখন স্থানীয়দের অবসর যাপনের জায়গা। চত্বরের মাঝের ফোয়ারা ঘিরে তৈরি হয়েছে একটি তোরণ। রয়েছে বহু কাফে ও রেস্তরাঁও। সূত্র: আরব নিউজ।



 

Show all comments
  • jack ali ১২ নভেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম says : 0
    ইসলামে প্রেমিক-প্রেমিকার কোন স্থান নাই. আল্লাহ সোবহানা তালা কোরানে স্পষ্টভাবে বলে দিয়েছ তোমরা কখনো যিনার ধারে কাছেও যাবে না আল্লাহ প্রচন্ড রাগ করে জিনা-ব্যভিচারের জন্য পরিবার সমাজ দেশ পুরা ধ্বংস হয়ে যায় জারজ সন্তান শুরু হতেই থাকে জারজ সন্তানরা কখনো ভালো কাজ করে না তারা হয় শয়তানের দাদা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-নইম স্কোয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ