Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় জামায়াত-বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা ১০টি ইউনিয়নে বিজয়ী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৯:৪৪ পিএম | আপডেট : ৯:৫৯ পিএম, ১১ নভেম্বর, ২০২১

সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ফলাফলে আওয়ামী লীগের তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। বাকী ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপি,জাতীয় পার্টি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন।

বাশদহা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত আজমল উদ্দীন, ব্রক্ষরাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের আলাউদ্দীন, ধুলিহরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, বৈকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মোহাম্মাদ মোস্তফা কামাল, শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাদের, ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান, লাবসা ইউনিয়নে (বিএনপি) আব্দুল আলিম, বল্লী ইউনিয়নের (বিএনপি) সমর্থিত এড. মো. মহিতুল ইসলাম, ভোমরা ইউনিয়নের (জাতীয় পার্টি) ইসরাইল গাজী, আগরদাড়ি ইউনিয়নের (স্বতন্ত্র) কবির হোসেন মিলন ও কুশখালী ইউনিয়নের (জামায়াত) মাওলানা আব্দুল গফ্ফার জয় পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ