Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানবাধিকারের তোয়াক্কা করেন না দুতার্তে

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন, আমি মানবাধিকারের তোয়াক্কা করি না। মাদকবিরোধী অভিযানে নিরপরাধ ও শিশুর মৃত্যুতে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে উল্লেখ করলে এর জবাবে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনে দুতার্তের মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৫০০-এর বেশি লোক নিহত হয়েছে। দুতার্তে প্রশাসনের দাবি এরা সবাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তবে মানবাধিকার সংগঠনগুলো তার এ কর্মকা-ের প্রবল সমালোচনা করে আসছে। চলতি সপ্তাহে দেয়া সাক্ষাৎকারে দুতার্তে বলেন, তার দেশে ৩০ লাখ মাদকসেবীকে হত্যার হুমকি দিয়ে তিনি কোনো অপরাধ করেননি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবাধিকারের তোয়াক্কা করেন না দুতার্তে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ