Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪০টি ইউপিতে ভোট হবে। এদিন ৩টি পৌরসভায়ও ভোট গ্রহণ করা হবে।

গতকাল নির্বাচন কমিশনের বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, এবং ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর। পৌরসভা নির্বাচনের প্রার্থীদেরও এই তফসিল অনুসরণ করতে হবে।

দ্বিতীয় দফায় প্রায় ৮৩৮টি ইউপি নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় দফায় ১ হাজার ৭টি ইউপিতে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ