Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লখিমপুরে মন্ত্রীপুত্রের বন্দুক থেকেই চলেছিল গুলি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভারতের লখিমপুর খেরি কান্ডের মূল অভিযুক্ত অঙ্কিত দাস এবং আশিস মিশ্রর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয়েছিল। ফরেনসিক রিপোর্ট সে ইঙ্গিতই দিয়েছে। গত ৩ অক্টোবর ওই ঘটনার পর সারা ভারতে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছিল। মূল অভিযুক্তদের অস্ত্র বাজেয়াপ্ত করেছিল পুলিশ। গত ১৫ অক্টোবর সেই অস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
কৃষকদের দাবি ছিল, অভিযুক্ত অঙ্কিত এবং আশিস দু’জনেই ঘটনার দিন বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিলেন। গত ৩ অক্টোবর লখিমপুর খেরির ঘটনায় আট জন কৃষক মারা গিয়েছিলেন। যার জেরে উত্তরপ্রদেশ জুড়ে এক বৃহত্তর আন্দোলন শুরু হয়েছিল। বিজেপি কর্মীদের গাড়িতে চাপা পড়েছিলেন চার জন কৃষক এবং একজন সংবাদমাধ্যমের কর্মী। যার পর আন্দোলন আরও বড় আকার নেয়। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র সহ ১৩ জন গ্রেফতার হয়েছিল ওই ঘটনায়। সোমবার ওই ঘটনাটির তদন্ত প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে বলা হয়েছিল, ‘দোষীদের আড়াল করার চেষ্টা চলছে।’ হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত খতিয়ে দেখেন।
আদালত সূত্রে খবর, লখিমপুর কৃষক হত্যা মামবার তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয় বলে এদিন সাফ জানান প্রধান বিচারপতি এন ভি রামানা। তিনি বলেন, ‘আমরা ১০ দিন সময় দিয়েছিলাম। কিন্তু আরও কয়েকজনের সাক্ষ্য নেওয়া ছাড়া অগ্রগতি কিছুই হয়নি। ল্যাব রিপোর্টও এখনও আসেনি। আমরা যা আশা করছিলাম, এটা তার অগ্রগতি নয়।’ দুটো এফআইআর পৃথকভাবে তদন্ত করা হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এপ্রসঙ্গে বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে, নির্দিষ্ট এক অভিযুক্তকে আড়াল করতেই দুটো এফআইআর-এর একটির উপর আরেকটি চাপিয়ে দেওয়া হচ্ছে।’
আগামী শুক্রবার লখিমপুর খেরি কান্ডের মামলার পরবর্তী শুনানির রয়েছে। ওইদিনই দু’টি পৃথক এফআইআর-এর ভিত্তিতে আলাদা তদন্তের শুরুর বিষয়ে সাক্ষ্যদের বয়ান নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওইদিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘লখিমপুর খেরির ঘটনার তদন্ত সঠিকভাবে হচ্ছে না। আমি বলছি না, আজ সুপ্রিম কোর্ট ওই কথা বলেছে। আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করব, এখনও আপনারা দোষীদের আড়াল করবেন? তারা আপনাদের সঙ্গে মঞ্চ ভাগ করবেন, আর আপনারা মেনে নেবেন?’ সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ