Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস নেতা মাওলানা শাহিদুর রহমানের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৬:৩৩ পিএম | আপডেট : ৬:৩৭ পিএম, ১০ নভেম্বর, ২০২১

সউদী আরবের জেদ্দায় এক মর্মান্তি সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা শাহিদুর রহমান গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেদ্দায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি গাড়ী ফুটপাথে উঠে এসে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, ২ ছেলে রেখে গেছেন। সিলেটের গোলাপগঞ্জের কৃতিসন্তান মাওলানা শাহিদুর রহমান বহু বছর যাবৎ জেদ্দায় কর্মরত ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে জেদ্দায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আইনী প্রক্রিয়া শেষে মরহুমের জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হবে। খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা শাহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, মাওলানা শাহিদুর রহমান খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের একজন একনিষ্ঠ সদস্য ছিলেন। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন। এ ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা শাহিদুর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শাহাদতের দরজা বুলন্দের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের মৃত্যুতে খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সভাপতি মাওলানা আবদুল মুকিত ও সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কমানা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ