বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি পৌরসভার সম্মুখে নির্মিত ঈদগাহ মার্কেট এর তৃতীয় তলা থেকে শাহ আলম নামের এক বৃদ্ধা’র লাশ উদ্ধার করা হয়েছে। ৮ নভেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহ আলম (৬৮) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে। নিহত শাহ আলম বান্দরবান জেলা সদরের শেরেবাংলা নগর এলাকার আশরাফ আলীর ছেলে। রাতে কোন এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে ধারনা করা হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে এক বৃদ্ধার মরদেহটি উদ্ধার করেছে। নিহত শাহ আলম এর পাশে পাওয়া এনআইডি অনুসারে তিনি বান্দরবান জেলা সদরের শেরেবাংলা নগর এলাকার আশরাফ আলীর ছেলে। অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যুবরণ করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।
মৃত শাহ আলম দীর্ঘ দিন ধরে খাগড়াছড়ি শহরে স্থানীয়দের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে হোটেলে খাওয়া-দাওয়া খেয়ে রাতে পৌর মার্কেটে পরিত্যক্ত কক্ষে গিয়ে রাত্রিযাপন করতো বলে স্থানীয়রা জানান। মৃত শাহ আলমের মরদেহের পাশ থেকে নোট খাতাসহ কাপড় উদ্ধার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।