Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২১ সালের ‘সেরা আকর্ষণীয় পুরুষ’ ক্রিস ইভানস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৪:২৮ পিএম

প্রতি বছর সারা বিশ্বের বিচারে বেছে নেওয়া হয় ‘সেরা আকর্ষণীয় পুরুষ’। এবার নাকি সেই সম্মান পেতে চলেছেন হলিউডের জনপ্রিয় মার্ভেল ইউনিভার্স সিরিজের ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত সুপারস্টার ক্রিস ইভানস। যদিও অফিশিয়ালভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। তার আগেই আলোচনায় উঠে এসেছে ক্রিসের নাম।

শোনা যায়, গত বছরই নাকি সেরা আকর্ষণীয় পুরুষের সম্মান পাওয়ার কথা ছিল ক্রিসের। কিন্তু সেটা আর হয়নি। অনেকেরই অনুমান, ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করার ফলে সেটা নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়। সেই কারণেই নাকি সেরা আকর্ষণীয় পুরুষের সম্মান হাত ছাড়া হয় ক্রিসের। গত বছরে সেই সম্মান পেয়েছিলেন ডোয়াইন জনসন। তিনি বলেছেন, “ক্রিস নন, তিনিই সেরা আকর্ষণীয় পুরুষ”।

উল্লেখ্য, ২০০০ সালে টেলিভিশন সিরিজে কাজ করে অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছাড়াও অন্যান্য মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ কাজ করেছেন তিনি। কাজ করেছেন ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো ছবিতেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ