Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় সেতু ধসে নিহত ৯

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি সেতু ধসে কমপক্ষে ৯ জন নিহত হয়ছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেতুটি দেশটির অবকাশযাপন দ্বীপ বালির কাছে দুটি ছোট দ্বীপকে সংযুক্ত করেছে। পুলিশ কর্মকর্তা আরেন্দ্রা ওয়াহাউদি জানিয়েছেন, রোববার ধর্মীয় একটি উৎসব উপলক্ষে অসংখ্য লোক সেতুটি দিয়ে পারাপার হচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে সেতুটি ধসে পড়ে। এ সময় কয়েকটি মোটরসাইকেলসহ আরোহী পানিতে পড়ে যান। এ ঘটনায় নিহত হয়েছে ৯ জন। আহত হয়েছে আরো ৩০ জন। সমুদ্রের ওপর দিয়ে নির্মিত ব্রিজটির নিচে পানির গভীরতা দুই মিটার। তবে হতাহতরা প্রায় সবাই সেতুর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। হতাহতরা সবাই স্থানীয়। ইন্দোনেশিয়ার খোঁজ ও উদ্ধার অভিযানের মুখপাত্র জানিয়েছেন, অন্ধকারের কারণে রাত ৯টার দিকে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়েছে। পরদিন আবার উদ্ধার অভিযান শুরুর কথা রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ায় সেতু ধসে নিহত ৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ