Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার গোপালগ্রামে প্রার্থীর অস্ত্রের আঘাতে অপর প্রার্থী আহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৫:১০ পিএম

মাগুরার গোপালগ্রাম ইউনিয়নের মেম্বর প্রার্থী সিরাজুল ইসলাম (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে অপর প্রার্থী আশরাফুল ইসলাম ও তার লোকজন।

 

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহত সিরাজুল ইসলাম জানান, আসন্ন ১১ নভেম্বর এর নির্বাচনে সে ৯ নং ওয়ার্ডের শিয়ালজোড় গ্রাম থেকে ফুটবল প্রতীক নিয়ে মেম্বর পদে নির্বাচন করছে। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০ টার দিকে গ্রামে ভোটের প্রচার চালিয়ে বাড়িতে এসে খাবার খাচ্ছিল এ সময় তার প্রতিদন্দি মেম্বর প্রার্থী আশরাফুলের নেতৃত্বে ২০/ ২৫ জন সন্ত্রাসী তার বাড়িতে রামদা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে প্রবেশ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশিরা তাকে রাতেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

সাইদুর রহমান,মাগুরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ