Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিকস মঞ্চে মোদি-কোটে বিশ্ব নেতারা

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিধান করা কোটটি এখন বেশ জনপ্রিয়। গত নির্বাচনে দেশটির সরকার প্রধান হওয়ার পর থেকেই মোদি-কোটের বেশ কাটতি। তরুণ-যুবক থেকে শুরু করে বৃদ্ধ, সবার গায়ে শোভা বাড়াচ্ছে এই পোশাক। এবার ভারতের গোয়ায় শুরু হওয়া ব্রিকস সম্মেলনে বিশ্ব নেতাদেরও শোভা বাড়ালো এই মোদি-কোট। গত শনিবার সারাদিন ব্যস্ত সময় কাটানোর পর হোটেল তাজ এক্সোটিকাতে ভোজনে মোদি-কোট পরে উপস্থিত হন তারা। তাদের সবার পরনে ছিল রঙিন ‘ভারতীয় জ্যাকেট’, যা এখন ‘মোদি জ্যাকেট’ নামেই বেশি পরিচিত। গত শনিবার রাতের ওই নৈশভোজে অংশ নেয়া ব্রিকস নেতারা হলেন- আফ্রিকান প্রেসিডেন্ট জ্যাকব জুমা, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের পরিহিত লাল, নীল রঙিন সব জ্যাকেটে মুহূর্তে রঙিন হয়ে ওঠে ব্রিকস মঞ্চ। পরে টুইটারে মোদি এ পাঁচ নেতার ছবি পোস্ট করেছেন। অবশ্য সেখানে ওই জ্যাকেটগুলোকে ভারতীয় জ্যাকেট হিসেবেই উল্লেখ করেন তিনি। টুইটারে মোদি লিখেছেন- ব্রিকস # ২০১৬-তে অংশ নেয়া রাষ্ট্রপ্রধানরা যা পরে আছেন তাকে অনেকেই ‘ইন্ডিয়ান জ্যাকেট’ বলে ডেকে থাকে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিকস মঞ্চে মোদি-কোটে বিশ্ব নেতারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ