Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় কোচিং বিরোধী ঝটিকা অভিযান

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : শিক্ষা মন্ত্রণালয় প্রণীত কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালার বাস্তবায়নে খুলনায় কোচিং বিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চল। কোচিং বিরোধী অভিযানের টের পেয়ে এ সময় কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে পালিয়েছেন অনেক শিক্ষক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেনের নেতৃত্বে মাউশির কর্মকর্তারা এ অভিযানে অংশগ্রহণ করেন।
খুলনা নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রূপসা মাধ্যমিক বিদ্যালয়, সবুরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল ও কোচিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে সতর্ক করে দেয়া হয় বলে জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় কোচিং বিরোধী ঝটিকা অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ