Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবী (সা.)এর আদর্শ অনুসরণেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব

সাবেক ধর্ম মন্ত্রী নাজিম উদ্দিন আল-আজাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ৭:৫৪ পিএম | আপডেট : ৮:০০ পিএম, ৫ নভেম্বর, ২০২১

সাবেক ধর্ম মন্ত্রী এম নাজিমউদ্দিন আল-আজাদ বলেছেন, রাষ্ট্রের সর্বস্তরে মহান আল্লাহর নির্দেশিত ও বিশ্ব নবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ইসলাম ও মানবতার দুশমন। যারা কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা, পূজাম-পে হামলা এবং রংপুরে সংখ্যালঘুদের বাড়ী ঘরে অগ্নিসংযোগ করেছে তারা দেশের শত্রু।


আজ শুক্রবার নগরীর খিলগাঁওস্থ বাংলাদেশ মুসলিম সমাজের দলীয় কার্যালয় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল (সা.) এর নিদর্শন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আল আজাদ এসব কথা বলেন।


বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য আসাদুল্লাহ দেওয়ান,ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মোফাস্সির অধ্যাপক বাজলুর রহমান আমিনী, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাল শামিম, দৈনিক সরকার পত্রিকার সম্পাদক মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, তৃণমূল নাগরিক আন্দোলনের চেয়ারম্যান মো. মফিজুর রহমান লিটন ও মহাসচিব রমজান আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ