নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ দুই ম্যাচের জন্য গতপরশু রাতে ৩৪ জনের স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকাজয়ী স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড় জায়গা পেয়েছেন দলে। আর্জেন্টাইন লিগে খেলা বেশ কজন তরুণকেও দলে ডেকেছেন স্কালোনি। েেচাট নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও লিওনেল মেসিকে নিয়েই স্কোয়াড গড়েছেন স্কালোনি। চ্যাম্পিয়নস লিগে গতপরশু রাতেই লাইপজিগের বিপক্ষে ম্যাচটি চোটের কারণে খেলতে পারেননি মেসি।
৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক হাঁটুতে চোট পেলেও তা নিয়ে বড় কোনো শঙ্কা নেই বলে তখন জানিয়েছিল আর্জেন্টাইন তারকার ক্লাব পিএসজি। চোটের কারণে গত মাসে আর্জেন্টিনার বাছাইপর্বের ম্যাচ খেলতে না পারা পাওলো দিবালাও ডাক পেয়েছেন দলে। উরুতে চোট পাওয়ায় অক্টোবরের বাছাইপর্ব খেলতে পারেননি জুভেন্টাস তারকা।
১৩ নভেম্বরে মন্টেভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ব্রাজিলকে ঘরের মাঠে আতিথ্য দেবে স্কালোনির দল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকার ২ নম্বরে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এ মহাদেশ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল সরাসরি জায়গা করে নেবে কাতার বিশ্বকাপে।
দলে সাত নতুন মুখ ডেকেছেন স্কালোনি। ভেলেজ উইঙ্গার থিয়াগো আলমাদা, রিভারপ্লেট উইঙ্গার সান্তিয়াগো সিমোন, বোকা জুনিয়র্স উইঙ্গার এজেকিয়েল জেবালোস, বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ক্রিস্তিয়ান মেদিনা, জুভেন্টাস ফরোয়ার্ড মাতিয়াস সুলে, রোজারিও সেন্ট্রালের ডিফেন্ডার গাস্তন আভিলা ও দ্বিতীয় বিভাগের তিগ্রের গোলকিপার ফেদেরিকো গোমেজ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই সাত নতুন মুখকে নিয়ে আপাতত ভাবনা নেই স্কালোনির। স্কোয়াডের সঙ্গে রেখে এই তরুণদের আপাতত পরিণত করে তুলতে চান তিনি। বদলি হিসেবে খেলাবেন কি না, সেটিও নিশ্চিত নয়।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলকিপার : ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, ফেদেরিকো গোমেজ। ডিফেন্ডার : গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, জেরমান পেৎসেলা, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া ও গাস্তন আভিলা। মিডফিল্ডার : গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো, নিকোলাস দমিঙ্গেজ, সান্তিয়াগো সিমোন, ক্রিস্তিয়ান মেদিনা, মাতিয়াস সুলে ও থিয়াগো আলমাদা। ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্তিনেজ, আনহেল কোরেয়া, পাওলো দিবালা, ইউলিয়ান আলভারেজ, হোয়াকিন কোরেয়া, নিকোলাস গঞ্জালেজ ও এজেকিয়েল জেবালোস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।