Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্লামেন্টে ব্রিফ করবে পাকিস্তানের সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:১০ এএম

জাতীয় নিরাপত্তা ইস্যুতে পার্লামেন্টে এমপিদের সামনে ব্রিফ করবে পাকিস্তানের শক্তিধর সেনাবাহিনী। এ জন্য আগামী ৮ই নভেম্বর জাতীয় নিরাপত্তা বিষয়ক পার্লামেন্টারি কমিটির (পিসিএনএস) মিটিং আহ্বান করেছেন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তিনি বুধবার এ বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন। জানানো হয়, ব্রিফিং হবে ইন-ক্যামেরা বা ক্যামেরার উপস্থিতিতে। এতে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। মিটিং হবে স্থানীয় সময় সকাল ১১ টায় জাতীয় পরিষদের প্রধান হলে। এরই মধ্যে কমপক্ষে ৮০ জনের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে আছেন জাতীয় পরিষদের সদস্য, সিনেটর, কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরা, চারটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী এবং জম্মু-কাশ্মীরের প্রধানমন্ত্রীকে। এ খবর দিয়েছে অনলাইন ডন। সম্প্রতি সরকার নিষিদ্ধ তেহরিকে লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে বিতর্কিত ও গোপন এক চুক্তি করেছে। ধারনা করা হচ্ছে এ বিষয়টি বৈঠকে উত্থাপন করবেন পার্লামেন্ট সদস্যরা। অনলাইন ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ