মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবহাওয়া সম্মেলন (কপ-২৬) অংশ না নেয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছে চীন। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, ‘কথার চেয়ে কাজ করে দেখানোটাই বেশি ফলপ্রসূ।’ মঙ্গলবার কপ-২৬ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কঠোর সমালোচনা করে বলেন, ‘গুরুত্বপূর্ণ এমন একটি সম্মেলনে অংশ না নিয়ে চীনের প্রেসিডেন্ট মারাত্মক ভুল করেছেন।’ চীন বিশ্বে সেবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ। ওয়েনবিন বলেন, ‘আবহাওয়া পরিবর্তন মোকাবিলার জন্য আমাদের ফাঁকা বুলির চেয়ে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মার্কিনিদের এমন পদক্ষেপের ফলে আবহাওয়ার বৈশ্বিক নিয়ন্ত্রণ ও প্যারিস চুক্তির বাস্তবায়ন ক্ষতির মুখে পড়েছে।’ প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসারও সমালোচনা করেন ওয়েনিবিন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।