Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচপিভি ভ্যাকসিন সার্ভিক্যাল ক্যান্সার কমায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:১০ এএম

সার্ভিকাল ক্যান্সারের ঘটনা প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি ভ্যাকসিন। প্রথমবারের মতো ব্যবহারিক তথ্য থেকে পাওয়া নথি থেকে এই চিত্র পাওয়া গেছে। ক্যান্সার রিসার্চ ইউকে এই অনুসন্ধানকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। আর এতে দেখা গেছে ভ্যাকসিন প্রাণ রক্ষা করছে। প্রায় সব ধরনের সার্ভিকাল ক্যান্সারের কারণ ভাইরাস। কিন্তু আশার কথা হলো ভ্যাকসিন হয়তো প্রায় পুরো রোগ নির্মূল করতে পারে। গবেষকেরা বলছেন এই সফলতার অর্থ হলো যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের হয়তো অনেক কম সার্ভিকাল ক্ষতির পরীক্ষার প্রয়োজন পড়বে। যুক্তরাজ্যে অঞ্চল ভেদে ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়েদের এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হয়। ২০১৯ সাল থেকে ছেলেদেরও এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ল্যানসেট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। এতে ২০০৮ সালে ইংল্যান্ডে ভ্যাকসিনটি চালুর পর কী ঘটেছে তা খতিয়ে দেখা হয়েছে। ওই সময়ে টিকা প্রাপ্তদের বর্তমান বয়স ২০ এর কোটায়। গবেষণায় দেখা গেছে সার্ভিকাল ক্যান্সারের আগের এবং পরে উভয় ক্ষেত্রেই এর বৃদ্ধি ৮৭ শতাংশ কমে গেছে। কিংস কলেজ লন্ডনের এক গবেষক প্রফেসর পিটার সাসেইনি বলেন, এর প্রভাব বিপুল। সামগ্রিকভাবে দেখা গেছে এইচপিভি কর্মসূচি প্রায় ৪৫০টি ক্যান্সার এবং ১৭ হাজার দুইশ’টি প্রাক-ক্যান্সার প্রতিহত করেছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি বাড়বে আশা করছেন গবেষকেরা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচপিভি ভ্যাকসিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ