বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মুহাম্মদ রাকিব (২৪) নামে এক যুবক সৌদি আরবে তিন তলার ওপর থেকে পড়ে মারা গেছেন। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. গেদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত মোঃ শহিদ মিয়ার ছেলে রাকিব প্রায় সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন। প্রায় দুই মাস পূর্বে দেশে ফিরে মা মমতাজ বেগমের অমতে পাশের হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করে রাকিব শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ২০ দিন পূর্বে রাকিব পুনরায় সৌদি আরবে চলে যান। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যায়।
ইউপি সদস্য মো. গেদু মিয়া বলেন, দুঃখজনক ঘটনা। ছেলেটি সবে নতুন একটি জীবন শুরু করেছিল। এমন একটি অপমৃত্যু মেনে নেওয়া যায়না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।