নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের খেলাধুলার সর্ব বৃহৎ সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ ডিসেম্বর। এদিন ভোটের আগে বিওএ ভবনে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। সকালে সাধারণ সভা এবং দুপুরে নির্বাচনের ভোটগ্রহণ চলবে বলে বুধবার বিওএ’র বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়।
বিওএ ভবনে অনুষ্ঠিত এ সভা শেষে উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘আমরা একই দিন বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক।’
নির্বাচনের আগে বিওএর অন্তর্ভূক্ত ফেডারেশন ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে চিঠি দিয়ে কাউন্সিলর তালিকা চাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাকে তাদের কার্যনির্বাহী কমিটির সভা করে ১৭ নভেম্বরের মধ্যে বিওএ’কে ওই সংস্থার প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।