Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রিশতোঁ কা মাঞ্ঝা’র জন্য নতুন করে ব্যাডমিন্টন শিখেছেন ক্রুশল আহুজা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভারতের বাংলা টিভির তারকা ক্রুশল আহুজা এখন পশ্চিম বঙ্গের সীমা অতিক্রম করে হিন্দি সিরয়ালে অভিনয় করছেন। ‘রিশতোঁ কা মাঞ্ঝা’ ধারাবাহিকে তিনি প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অর্জুনের ভূমিকায় অভিনয় করছেন। তার বিপরীতে আছেন আঁচল গোস্বামী; তিনি দিয়ার ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রের প্রয়োজনে তাদের দুজনকেই একমাস কঠোর অনুশীলন করতে হয়েছে পেশাদারদের কাছে। ক্রুশল বলেন, ‘অবশ্যই আমরা সবাই শৈশবে ব্যাডমিন্টন খেলেছি। নিজের মহল্লায় বা বন্ধুদের সঙ্গে, বা স্কুলে। কিন্তু আমি কখনই জানতাম না এই খেলায় এতো কিছু আছে।’ আমার ধারাবাহিক ‘রিশতোঁ কা মাঞ্ঝা’র জন্যই আমি এতো কিছু শেখার সুযোগ পেয়েছি সঠিকভাবে খেলার জন্য। ‘আমি আর আঁচল কয়েকটি কর্মশালায় অংশ নিয়েছি আর পেশাদারদের কাছ থেকে সার্বক্ষণিক পরামর্শ পাচ্ছি। তারা আমাদের খেলার সব ফাঁক ফোঁকর শেখাচ্ছেন।’ দক্ষতা বাড়াবার জন্য তারা ম্যাচ খেলেছেন। ‘খেলতে গিয়ে শৈশবের কথা মনে পড়ে গেছে। এর সবই ছিল রোমাঞ্চকর। সঙ্গে সঙ্গে আমরা চরিত্রও আরও নিখুঁত করতে পেরেছি,’ ক্রুশল বলেন। ক্রুশল তার টিমের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহায়তা করার জন্য। ‘রিশতোঁ কা মাঞ্ঝা’ ধারাবাহিকটি বাংলা ‘দীপ জ্বেলে যাই’র হিন্দি রিমেক। ক্রুশল আগে থেকই হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। তিনি সর্বশেষ বাংলা ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ