Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দীপ জ্বেলে যাই’র হিন্দি রিমেকে ক্রুশল আহুজা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০২ এএম

নবনীতা দাশ আর ইন্দ্রজিত চক্রবর্তী অভিনীত ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকের হিন্দি রিমেক হতে যাচ্ছে। সূত্র জানিয়েছে ক্রুশল আহুজা হিন্দি রিমেকে কেন্দ্রীয় পুরুষ ভূমিকায় অভিনয় করবেন বলে স্থির হয়েছে। সুশান্ত দাশের প্রযোজনায় সিরিয়ালটির শুটিং হবে কোলকাতায়। প্রায় সব ভূমিকায় শিল্পী নির্বাচন হয়ে গেছিল বাকি ছিল শুধু প্রধান জুটি। বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে যোগাযোগ করার পর নির্মাতারা ক্রুশলকে নিশ্চিত করেন। তার লুক এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ক্রুশল বর্তমানে জি বাংলার ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে প্রধান পুরুষ ভূমিকায় অভিনয় করছেন। সিরিয়ালটির ভক্তরা ক্রুশল নতুন সিরিয়ালে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে উদ্বিগ্ন হতে পারেন, কিন্তু বাস্তবতা হল সিরিয়ালটি এখন শেষ হবার পথে। মডেলিং থেকে অভিনয়ে আগত ক্রুশল তার হিন্দি প্রজেক্ট নিয়ে রোমাঞ্চিত। কমেডি-ড্রামা ‘রানু পেলো লটারি’ দিয়ে অভিনয়ে ক্রুশলের অভিষেক হয়েছিল। এর পরপরই স্বস্তিকা দত্ত’র সঙ্গে জুটি হয়ে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে সুযোগ পান তিনি। আবেগঘন সিরিয়ালটিতে স্বস্তিকার সঙ্গে ক্রুশলের জুটির বড় ভক্তদল গড়ে উঠেছে। ‘দীপ জ্বেলে যাই’র ধারাবাহিকের হিন্দি রিমেক নিয়ে গত কয়েকমাস ধরেই গুঞ্জন চলছিল, তবে নির্মাতারা তেমন কিছু প্রকাশ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ