Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ভয়ারহ আগুনে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ক্ষয়ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৬:৪৭ পিএম | আপডেট : ৭:৫১ পিএম, ৩ নভেম্বর, ২০২১

নীলফামারীর সৈয়দপুরে এক পল্লীতে ভয়াবহ আগুনে তিনটি পরিবারের সর্বস্ব পুঁড়েপুঁ ছাঁই হয়ে গেছে। আজ বুধবার (৩ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষণপুর চড়কপাড়া গ্রামের মীরাপাড়ায় ওই অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার বেশি হবে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের উল্লিখিত এলাকার রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ইজাব উদ্দিন শেখ (৭০)। ঘটনার দিন মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে একটি টিনের চালা ঘরের মধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেয়া অবস্থায় ছিল। রাত আনুমানিক সোয়া ১১টার দিকে সেখান থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আর এ আগুনের লেলিহান শিখা মুর্হু মুতের মধ্যে ইজাব উদ্দিন শেখের গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে গৃহকর্তা ইজাব শেখ এবং তাঁর দুই ছেলে বাদশা শেখ ও মুফতি খোকন
শেখের চারটি আধাপাকা টিনসেট বাড়ির ঘরের মধ্যে থাকা নগদ পাঁচ লাখ টাকা, মূল্য মূ বান কাপড়-চোপড়, দুইুটি টিভি, দুইুটি ফ্রিজ, স্বর্ণা লঙ্কার, আসবাবপত্র, তৈজসপত্র, চালসহ সব কিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্ররুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে পরিবার তিনটি সংসারের সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা ইজাব উদ্দিন শেখ ডান হাতে ও গৃহপালিত গরু-ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। এ আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা পরণের কাপড় - চোপড় ছাড়াই কোন কিছুই রক্ষা করতে পারেনি। আগুনে পরিবার তিনটির প্রায় ৩০ লাখ টাকার বেশি বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়। বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনের ফায়ার লিডার মাধব চন্দ্র রায় জানান, বৈদ্যূাতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা
হয়। আর এ আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে ।
এদিকে, আগুনের তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে যাওয়ার খবর পেয়ে সকালে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুলদু মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা
ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুলদু মোমিন তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি, লুঙ্গিলু , পাঞ্জাবিসহ নগদ অর্থ প্রদান করেন। অন্যদিকে, সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারিভাবে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৪টি কম্বল ও ৮ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। (ছবি আছে)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ