Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার বেত ও বাঁশের মালামাল পুড়ে ছাঁই হলো

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৭:০৫ পিএম

কলাপাড়ায় গভীর রাতে বিক্রির জন্য স্তুপ করে রাখা বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রের মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার রাত দুইটার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পৌর শহরে টহল পুলিশের দল প্রথমে আগুন দেখতে পায়। তাক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুঁড়ে যাওয়া মালামালের মালিক দুলাল বয়াতী জানান, মঙ্গলবার সাপ্তাহিক বাজারে বিক্রির জন্য হোগলা, মাটি টানার ওরা, সাজি-ডালাসহ বাঁশ ও বেতের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিলো। সব পুঁড়ে ছাঁই হয়ে গেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কি কারনে আগুন লেগেছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ