Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার সোনাতলায় পৌর নির্বাচনোত্তর সহিংসতায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ৪

পরিস্থিতি মোকাবেলায় বিজিবির টহল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৬:০১ পিএম

বগুড়ার সোনাতলায় নির্বাচনোত্তর সহিংসতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লিটনসহ ৪ জন ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার বেলা সোনাতলা উপজেলা পরিষদ রোডের মাইক্রোবাস স্ট্যান্ডে এই মারামারির ঘটনা সংঘটিত হয়।

এর আগে মঙ্গলবার পৌর নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীর দুই সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার দুপুওে ফের সোনাতলা রেল স্টেশন রোডে সেই দুই সমর্থকের দেখা হলে কথা কাটাকাটির সুত্রপাত হয়। একই সময় পার্শ্ববর্তী মাইক্রোবাস স্ট্যান্ডে চা পান করছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লিটনসহ স্থানীয় লোকজন।

এমতাবস্থায় সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বেধড়ক মারপিট ও ছুরিকাঘাতে আহত হন পৌর যুবলীগের আহ‌বায়ক নাহিদ হাসান জিতু (৩৫)। এগিয়ে গেলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লিটন (৫৩)। একই সময় ছুরিকাঘাতে আহত হন উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহŸায়ক মাহমুদুর রশীদ সোহেল (৪৩) ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক উৎপল কর্মকার (৩৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ সময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। পরিস্থিতি নিয়ন্ত্রনে বর্তমানে পুলিশ ফোর্স ও বিজিবির টহল থাকলেও আতঙ্ক বিরাজ করছে জনগণের মাঝে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এ মুহুর্তে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মোবাইলে ওসির সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ