Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় চার নেতার স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৪:২২ পিএম

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযোদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ বুধবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদ ইসলাম বিশ^াস, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন।
এদিকে মহিপুর, কুয়াকাটায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনে নেতা কর্মীরা যথাযোগ্য মর্যাদায় সাথে এ দিবসটি পালন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোনাজাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ