Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ শতাংশ হিমবাহ গলেছে ককেসাস পর্বতমালার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন মারাত্মক আকার ধারণ করেছে। আর এই পরিবর্তনকে ঘিরে উষ্ণ আবহাওয়ার কারণে ককেসাস পর্বতমালার ৪০ শতাংশ হিমবাহ গলে গিয়েছে বলে সতর্কতা জারি করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি। গ্লাসগোতে অবস্থতি আবহাওয়া সম্মেলন কপ-২৬ এ সোমবার এ মন্তব্য করেন তিনি। আবহাওয়া সম্মলনে অংশ নিতে পেরে এবং নিজের মতামত প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন গারিবাশভিলি। তিনি বলেন, আবহাওয়ার পরিবর্তন প্রকৃতির মারাত্মক ক্ষতি করছে বিশেষ করে ককেসাস অঞ্চলে। ককেসাস যা সুন্দর পর্বতমালা, হিমাবাহ এবং নদীর জন্য পরিচিতি তার ৪০ শতাংশ হিমাবাহ গলে গিয়েছে। শুধুমাত্র গত দুই দশকে, পূর্ব জর্জিয়ায় হিমবাহের যে ক্ষতি হয়েছে তা অনুমানকে ছাড়িয়ে গেছে বলে জানান তিনি। গারিবাশভিলি আরো বলেন, আবহাওয়া সম্মেলনের ফলাফল সারা বিশ্বের জন্য অনেক কঠিন পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ এড়াতে যতটা সম্ভব কার্যকরভাবে লড়াই করা উচিত বলে উল্লেখ করে জর্জিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আবহাওয়া পরিবর্তন সম্পর্কে জাতিসংঘের মহাসচিব যে সতর্কতা জারি করেছে তা মানবজাতির জন্য জরুরি সতর্কতা। তিনি আরো বলেন,‘জর্জিয়া এই শীর্ষ সম্মেলনের সুদূরপ্রসারী ফলাফলের জন্য অপেক্ষা করছে, যা আমাদের সাধারণ আবহাওয়া লক্ষ্যকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে করোনামুক্ত সবুজ ও নিরাপদ পৃথবী উপহার দেবে।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ককেসাস পর্বতমালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ