Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ইয়াসিরের পর বিশু চমক

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিনে এসে ওয়েস্ট উইন্ডিজের প্রথম ৩ উইকেট তুলে নিয়ে ১৭ ম্যাচ ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ইয়াসির শাহ। টেস্ট ইতিহাসে যৌথভাবে যা দ্বিতীয় দ্রæততম। সাকুল্যে প্রথম ইনিংসে ডানহাতি লেগ স্পিনার তুলে নেন ৫ উইকেট। এরপর দেবেন্দ্র বিশুকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৭ রানে গুটিয়ে দেন মোহাম্মাদ নেওয়াজ। তবে ২২২ রানের লিড পাওয়ার পরও ক্যারিবিওদের ফলোঅনে না ফেলে আবার ব্যাট করে উইন্ডিজকে ৩৪৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১২১ রানে ইনিংস ঘোষণা করেন পাক অধিনায়ক মিসবাহ। লেগ স্পিনার বিশু একাই নেন ৬ উইকেট।
দুবাইয়ে ৬ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শুরু করেছিল ক্যারিবিয়রা। এর আগে একমাত্র ভরসা হয়ে থাকা ড্যারেন ব্রাভোকে আগের দিনই হারায় হোল্ডার বাহিনী। ২৫৮ বলে ৮৭ রানের মাধ্যমে ধৈর্যের পরিচয় দেন ব্রাভো। বাকি ৪ উইকেটে হারিয়ে এদিন তারা যোগ করে মাত্র ৪২ রান। ১২১ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি জর্জ লেহম্যানের পরে টেস্টে দ্রæততম ১০০ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন ইয়াসির। লেহম্যান এই কীর্তি করেন ১৬ ম্যাচে, ইয়াসিরের এক ম্যাচ লেগেছে। ইয়াসিরের সাথে অবশ্য আছেন আরো ৩ জন। তবে তাদের কীর্তিগুলো সবই প্রায় ১০০ বছর আগের। লেম্যান তার এই কীর্তি করেছিলেন ১৮৯৬ সালে। এখানেই ইয়াসিরের মহত্ব। হালের আধুনিক ক্রিকেটে তিনিই দ্রæততম ১০০ উইকেট শিকারী বোলার।
জবাবে চা বিরতির আগে ২০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে পাকরা। প্রথম ইনিংসের ট্রিপল সেঞ্চুরিয়ান আজহার আলী ফেরেন মাত্র ২ রান যোগ করে। বাবর আজমকে (২১) নিয়ে ৫৭ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেন ওপেনিংয়ে নামা সামি আসলাম (৪৪)।
পাকিস্তান : ৫৭৯/৩ ডি. ও ১২১/৮ ডি. (আসলাম ৪৪, বিশু ৬/৪৬)। উইন্ডিজ : ৩৫৭ (ব্রাভো ৮৭, স্যামুয়েল ৭৬, বø্যাকউড ৩৭, ইয়াসির ৫/১২১, ওহাব ২/৬৫, নওয়াজ ২/৩৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াসিরের পর বিশু চমক

১৭ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ