নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল আসরের উদ্বোধনী দিনে এটিএন নিউজ ৩ উইকেটে বিডি নিউজ২৪ ডটকমকে, জিটিভি ৩ উইকেটে বনিক বার্তাকে, চ্যানেল আই ৯৮ রানে সংবাদ প্রতিদিনকে, বিটিভি ৬ উইকেটে মানবকণ্ঠকে, নিউ নেশন ৫ উইকেটে যমুনা টিভিকে ও বাংলা ট্রিবিউন ৭২ রানে ডেইলি স্টারকে হারায়। ম্যাচ সেরা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু। সকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে ছয়দিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান ও অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস ও হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর, বিএসজেসি’র ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন তারেক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, টুর্নামেন্ট কমিটির আহবায়ক কামাল হোসেন বাবলু, সাবেক সভাপতি নাসিমুল হাসান দোদুল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া ও হকি স্টেডিয়ামের প্রশাসক মশিউর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।