Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়া ছাড়লেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৪:১৫ পিএম | আপডেট : ৪:১৭ পিএম, ২ নভেম্বর, ২০২১

বড়সড় চমক দিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। টুইটার ও ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি। মাস কয়েক আগে পর্নোগ্রাফি মামলায় ফেঁসে মুম্বাই থেকে গ্রেফতার হয়েছিলেন রাজ। গ্রেফতারের আগে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন তিনি। শিল্পার সঙ্গে বেশির ভাগ সময় ছবি ও নানান মজাদার ভিডিও পোস্টও করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু সেই সব এখন অতীত।

রাজ কুন্দ্রা জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর অনেকদিন কেটে গিয়েছে। তবে সেই থেকে অন্তরালেই চলে গিয়েছেন শিল্পার স্বামী রাজ। এদিকে পর্ণকান্ডে স্বামী গ্রেফতারের পর থেকে বেশ কিছুদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন শিল্পা শেট্টি। তবে এখন শিল্পা নিজে নিয়মিত আপডেট দিতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

রাজ যখন জেলে তখন শিল্পার এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে বলেছিলেন, খুবই হতাশ হয়ে পড়েছিলেন শিল্পা। তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছেন, রাজের সঙ্গে আর তিনি থাকবেন না। রাজের অসৎ পথে রোজগার করা অর্থে তিনি নাকি আর বাচ্চাদের মানুষ করবেন না। তাই তিনি আরও বেশি কাজ করবেন বলেছেন। অনুরাগ বসু, প্রিয়দর্শনের মতো একাধিক পরিচালক ফের কাজ করতে চাইছেন শিল্পার সঙ্গে।

এদিকে জামিন পাওয়ার পর বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তার স্বামী রাজ কুন্দ্রা, শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। অন্যদিকে শার্লিনও তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, তার অভিযোগে শার্লিন বলেন যে তিনি মানসিকভাবে হয়রানি এবং প্রতারণার শিকার হয়েছিলেন। এখন তিনি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ