রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালী জেলা সংবাদদাতা : কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে বহিরাগতরা ভোট কেন্দ্রের দখল নিয়ে প্রকাশ্য নৌকা মার্কার ব্যালটে ভোট দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গলাচিপা পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবু তালেব মিয়া গতকাল রোববার সকাল সাড়ে ১০টার পরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গলাচিপা উপজেলা বিএনপির অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি মৌখিকভাবে এ ঘোষণা দেন। এদিকে সকাল থেকেই গলাচিপার ৪নং ওয়ার্ডের গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৫টি বুথের মধ্যে ৩টি বুথে বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট ছিল না। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আ. মান্নান জানান, ৫টি বুথেরই এজেন্ট কার্ড তারা সংগ্রহ করে নেন। সকাল থেকেই ঐ কেন্দ্র ব্যতীত অন্যান্য কেন্দ্র গুলোতে বিএনপির প্রার্থীর এজেন্ট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ কেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের সরকারদলীয় সমর্থক-নেতাকর্মীরা জোড় করে বের করে দিয়ে মেয়র প্রার্থীর ভোটের ব্যালট তাদের কাছে দিতে বাধ্য করে কাউন্সিলর প্রার্থীর ব্যালট ভোটারদের হাতে দিতে দেখা যায়। এদিকে, পরবর্তীতে আওয়ামী লীগ প্রার্থী আ. ওহাব খলীফা আরেক সংবাদ সম্মেলনে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে দাবি করে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জনকে দুঃখজনক বলে ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।