Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন বুলগেরিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১:০৪ পিএম

প্রতিবেশী বুলগেরিয়া এবার তুরস্ক সীমান্তে অতিরিক্ত ৩৫০ সৈন্য পাঠিয়েছে । অভিবাসী সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে তা নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জর্জি পানায়োতব দেশটির গণমাধ্যমকে বলেছেন, এ সৈন্যরা সেখানে যাচ্ছে সীমান্ত পুলিশকে ‘সহায়তা’ করতে।

৪০ ইউনিটের মতো সরঞ্জামসহ ৩৫০ জন সদস্যকে সেখানে পাঠানো হচ্ছে, টিভির সাথে এক সাক্ষাৎকারে জানান তিনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি লোককে আটক করা হয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে।

মন্ত্রণালয়টি বলছে, এ সংখ্যা ২০২০ সালের একই সময়ের প্রায় তিন গুণ।

গত আগস্টে বুলগেরিয়ার পার্লামেন্ট ভোট দিয়েছে যাতে ৪০০ থেকে ৭০০ সৈন্য গ্রিস ও তুরস্ক সীমান্তে বেড়া নির্মাণে সহায়তা করতে পাঠানো হয়।

সূত্র : ইউরো নিউজ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ