Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মাসেই কোচকে তাড়িয়ে দিল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

নুনো এস্পিরিতো সান্তোকে গেল গ্রীষ্মেই কোচ করে এনেছিল টটেনহ্যাম। দু’পক্ষের সম্পর্কটা টিকল না বেশি দিন। চার মাসের মাথায়ই চাকরি হারালেন পর্তুগিজ এই কোচ। গতকাল টটেনহ্যাম হটস্পারের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্লাবটি।
দুই বছরের চুক্তি নিয়ে গেল আগস্টে দলটিতে এসেছিলেন তিনি। এরপর থেকে দলের পারফর্ম্যান্সের গ্রাফ কেবল নিচের দিকেই নেমেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নুনো দলটিকে কোচিং করিয়েছেন ১৭ ম্যাচে, যার ৯টিতে জয় তুলে নিয়েছে তার দল, হেরেছে সাত ম্যাচে।
এমন পারফর্ম্যান্সের ফলে তার ভাগ্য সুতোয় ঝুলছিল রীতিমতো। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হারের পরই ধৈর্যের সব বাঁধ ভেঙে যায় স্পার্সের। বিদায় করে তাকে।
টটেনহ্যামের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধু তার চাকরিই যায়নি, সঙ্গে তার কোচিং স্টাফ ইয়ান ক্যাথ্রো, রুই বারবোসা, অ্যান্তোনিও দিয়াসকেও বিদায় করে দিয়েছে ক্লাবটি।
স্পার্সের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাবিও পারাতিচি বলেন, ‘আমি জানি নুনো আর তার স্টাফরা এখানে সফলতা পেতে কেমন মরিয়া ছিল। আফসোস, আমাদের এই সিদ্ধান্তাটা নিতে হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘নুনো একজন চূড়ান্ত মানের ভদ্রলোক, যাকে এখানে সবসময়ই স্বাগত জানানো হবে। তাকে ও তার কোচিং স্টাফকে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ