Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মদ দিয়ে গোসল সারে চোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক দম্পতির বাড়িতে অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের না করলেও প্রতিবেশীদের সতর্ক করেছেন ওই দম্পতি। হলি এবং তার স্ত্রী অ্যানার রাতে বিছানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই সময়েই তাদের বাড়িতে কেউ প্রবেশ করছে এমন শব্দ এবং গেস্টরুমের দরজা দেওয়ার শব্দ শুনতে পান তারা। হলি বলেন, ‘আমরা বুঝতে পারি দরজা ভেঙে বাড়িতে কেউ প্রবেশ করেছে, আমি সে সময় অ্যানাকে চিৎকার করে বলি, আমাদের এই সময়েই বাড়ি থেকে বের হওয়া দরকার।’ নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই সময়ই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যান হলি ও অ্যানা। সঙ্গে সঙ্গে পুলিশও ডাকেন। এরপর পুলিশ বাড়িতে ঢুকে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। পুলিশের বরাত দিয়ে অ্যানা জানান, ‘পুলিশ বাড়িতে গিয়ে দেখে এক নারী বাথটাবে বসে গ্লাসভর্তি ওয়াইন (মদ) দিয়ে গোসল করছে।’ অ্যানা আরো বলেন, ‘গেস্টরুমের দরজার ধাক্বাধাক্কি করার আগে ওই নারী বাড়ির পোষ্যের দরজা দিয়ে প্রবেশ করেছে। আমরা বাড়ি থেকে যাওয়ার পর সে সম্ভবত রান্নাঘরে গিয়ে এক গ্লাস ওয়াইন নেয় এবং তা নিয়ে বাথটাবে যায়। এ ঘটনার পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ হলি ও অ্যানার মতে, ওই নারী অসহায়ত্ব থেকে এই কাজ করতে পারে। এ জন্য তারা এর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। অ্যানা বলেন, ‘আমি মনে করি, তার যা দরকার ছিল তা সে পেয়েছে।’ সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মদ দিয়ে গোসল

২ নভেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ