Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারপার্সন

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক-এর পরিচালনা পরিষদের সভায় ব্যাংকের পরিচালক মোহাম্মদ শোয়েবকে চেয়ারম্যান ও তাবাস্্সুম কায়সারকে ভাইস চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মোহাম্মদ শোয়েব দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। এ ছাড়া তিনি বেশ কয়েকটি কোম্পানির পরিচালক, যেমন রংধনু স্পিনিং মিলস্্, ফিনিক্স স্পিনিং মিল, ফিনিক্স টেক্সটাইল মিলস্্ ও ফিনিক্স সিকিউরিটিস লিমিটেড। তিনি এর আগে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। সিটি ব্যাংকের অনলাইন ব্যাংকিং সার্ভিস ও ডুয়াল কারেন্সী ক্রেডিট কার্ড প্রচলনে তিনি বিশেষ ভ‚মিকা পালন করেন। তাবাস্্সুম কায়সার ২০০২ সালে সিটি ব্যাংকের পরিচালক পদে যোগ দেন। তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রæপ, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ফেয়ারহোম হাউজিং লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি পারটেক্স এগ্রো লিমিটেডের চেয়ারম্যান। তার নেতৃত্বে পারটেক্স এগ্রো দেশের অন্যতম প্রধান এগ্রো বিজনেস ফার্ম হিসেবে এগিয়ে যাচ্ছে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারপার্সন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ