Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২০ এশিয়ায় রেকর্ড উষ্ণতম বছর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউএমওর গবেষকরা বলছেন, ২০২০ সাল ছিল এশিয়ার জন্য রেকর্ড উষ্ণতম বছর। ডব্লিউএমও এই প্রথমবারের মতো এশিয়ার আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে গত বছর এশিয়ার গড় তাপমাত্রা বৈশ্বিক গড়ের চেয়ে শূন্য দশমিক ৫ ডিগ্রি বেশি এবং গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল বলে উল্লেখ করা হয়। ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩০ বছরের গড় তাপমাত্রার চেয়ে ১.৩৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ৩০ বছরের গড় তাপমাত্রার এ পার্থক্য এশিয়ার উত্তরাঞ্চলে অপেক্ষাকৃত বেশি ছিল। প্রতিবেদনটিতে, গত বছর এশিয়ায় বন্যা, খরা, তাইফুন ও গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে প্রায় ৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত এবং ৫ হাজারের বেশি প্রাণহানি ঘটেছে বলেও উল্লেখ করা হয়। ডব্লিউএমও, আবহাওয়াসংক্রান্ত তথ্য ভাগাভাগি এবং আবহাওয়া পরিবর্তনের মুখে অরক্ষিত এলাকা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতার ঘাটতি থাকা এলাকাগুলোকে সহায়তা প্রদানের জন্য একটি আন্তর্জাতিক কাঠামো জোরদার করতে দেশগুলোর একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে। এনএইচকে, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ড উষ্ণতম বছর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ