মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে পাসকৃত নতুন কৃষি আইন বাতিল করতে সরকারকে ২৬ দিন সময় বেঁধে দিলেন ভারতীয় কৃষক ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত। এই সময়সীমার মধ্যে আইন প্রত্যাহার না করলে আন্দোলন তীব্র হবে বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভে বাধা দিলে সরকারি অফিসগুলোকে শস্য বাজারে পরিণত করার হুমকিও দিয়েছেন টিকাইত। সোমবার এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, টিকাইত বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে ২৬ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। তারপরে ২৭ নভেম্বর থেকে কৃষকরা গ্রাম থেকে ট্রাক্টরে করে দিল্লির আশেপাশের বিক্ষোভস্থলে পৌঁছে যাবে। তারা শক্ত দুর্গ গড়ে প্রতিবাদের স্থানকে শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সীমান্ত থেকে জোর করে কৃষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা হলে তারা সারা দেশের সরকারি অফিসগুলোকে গল্লা মান্ডিতে (শস্য বাজার) পরিণত করবে। প্রশাসন যদি বিক্ষোভস্থলে তাঁবু নামানোর চেষ্টা করে তাহলে কৃষকরা থানা এবং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে তা স্থাপন করবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।