Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

কালীগঞ্জ(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৩:৫২ পিএম

রবিবার দুপুরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল মাঠের মধ্যে থেকে সবুর হোসেন নামে এক ব্যক্তি অজ্ঞান করে তার ইজিবাইক নিয়ে যায়। পরে স্থানীয়রা মাঠের মধ্যে থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার রাত পর্যন্ত সে অচেতন হয়ে ছিল। সবুর ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা গ্রামের নুর ইসলামের ছেলে।

তার ছেলে রুবেল হোসেন জানান, সকালে চার জন যাত্রী নিয়ে কালীগঞ্জে দিকে আসে। এরপর কি হয়েছে আমরা বলতে পারবো না। তবে হাসপাতাল থেকে বাবার ফোন থেকে কল করে আমাকে জানালে আমরা হাসপাতালে আসি।

তবে, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, ইজিবাইক ছিনতায়ের ঘটনাটি আমার জানা নেই।

এদিকে গত ১৯ অক্টোবর ঝিনাইদহে ইকরামুল ইসলাম (২৬) নামের এক ইজিবাইক চালকের অর্ধ-গলিত মরদেহ কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়ন থেকে উদ্ধার হয়েছিল। এর সাতদিন আগে সে ইজিবাইকসহ নিখোজ হয়। ইকরামুল সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ