মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সন্ত্রাস দমনে পাকিস্তানকে আবারো কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের ঘাঁটিগুলো ভেঙে দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার গত শনিবার বলেন, পাকিস্তানের মাটিতে অবাধে বিচরণ করা জঙ্গিদের কঠোর হাতে দমন করার জন্য দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে টোনার আরো বলেন, এটা সত্যি যে, পাকিস্তানও বহু জঙ্গি কার্যকলাপের শিকার। জঙ্গি হামলায় সেই দেশে বহু ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে এ জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করাও জঙ্গিদের প্রচ্ছন্নভাবে মদত দেয়া। আর সেটাই পাকিস্তানকে বন্ধ করতে হবে। টোনার আরো বলেন, জঙ্গি দমনে পাকিস্তানকে সার্বিকভাবে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। কিন্তু তারা যদি নিজেরাই বিষয়টি নিয়ে আগ্রহী না হয়, তা হলে কখনই তা বরদাশত করা যায় না। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের পক্ষ নিয়েছিল যুক্তরাষ্ট্র। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।