Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরতে পুনর্দখলে লিবীয় বাহিনীর অগ্রগতি, ১৪ সেনা নিহত

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের কাছ থেকে লিবিয়ার সিরতে শহর মুক্ত করার অভিযানে আরো অগ্রগতি অর্জন করেছে দেশটির সরকার অনুগত বাহিনী। গত শুক্রবার সরকারি বাহিনীর সিরতের নতুন আরেকটি এলাকায় অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। এ সময় আইএসের সঙ্গে লড়াইয়ের সরকারি বাহিনীর ১৪ সেনা নিহত হন বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো। ছয় মাস ধরে চলা লড়াইয়ে ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকারের অনুগত বাহিনী আইএসের দখল থেকে সিরতের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। অবশিষ্ট অংশগুলো থেকেও আইএসকে হটিয়ে দেয়ার চেষ্টা করছে। তাদের এ অভিযানে বিমানহামলা চালিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সামরিক কর্মকর্তারা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি জানিয়েছেন, শহরের গিজা বাহরিয়া এলাকায় আইএসের দখলকৃত বাড়িগুলো মুক্ত করার অভিযানে রাস্তায় রাস্তায় লড়াই চলছে। লড়াইয়ে ট্যাঙ্ক, ভারি মেশিনগান সজ্জিত সাঁজোয়া যানের পাশাপাশি বিমান থেকেও হামলা চালানো হচ্ছে।

মিসতারা শহর থেকে আসা সরকারপন্থি একটি বাহিনীর মুখপাত্র আহমেদ হাদিয়া বলেন, গত শুক্রবার গিজা বাহরিয়া এলাকায় বোনিয়ান মারসৌস বাহিনী অতর্কিত আক্রমণ করে। এ সময় আমাদের বাহিনীর একটি যুদ্ধবিমান একটি গাড়িবোমা নিষ্ক্রিয় করে দেয়। মিসরাতার কেন্দ্রীয় হাসপাতালের মুখপাত্র আকরাম গিলবান জানিয়েছেন, এ লড়াইয়ে সরকারপন্থি ১৪ সেনা নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। আইএসের জন্মভূমি ইরাক ও সিরিয়ায় গোষ্ঠীটি চাপের মুখে আছে। সেখানে নিজেদের নিয়ন্ত্রিত বহু এলাকা হারিয়েছে জেহাদিগোষ্ঠীটি। এর পাশাপাশি লিবিয়ার সিরতে শহরও তাদের হাতছাড়া হলে জেহাদিগোষ্ঠী আরো বিপর্যয়ের শিকার হবে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরতে পুনর্দখলে লিবীয় বাহিনীর অগ্রগতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ