মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে বিপর্যস্ত হাইতিবাসীর দুরাবস্থা সচক্ষে দেখার জন্য মহাসচিব বান কি মুন গত শনিবার হাইতি সফর করেন। হাইতিতে তিনি জাতিসংঘ ঘাঁটিতে পৌঁছাবার আগে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ও এলাকাবাসীদের মধ্যে খাদ্য সাহায্য নিয়ে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন আরো ত্রাণ সরবরাহ করা হবে বলে এসময় আশ্বাস দেন। গত ৪ অক্টোবর সংঘটিত এই ঘূর্ণিঝড়ে হাইতির প্রায় ১ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ১৪ লাখের মতাে মানুষ ঘরছাড়া হয়েছে। যাদের মানবিক সহায়তার প্রয়োজন। খাদ্য পরিস্থিতি সেখানে এতটাই চরমে যে অশান্ত জনগণ বিশ্বখাদ্য কর্মসূচির খাদ্য ভর্তি দুটি কন্টেইনার লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় খাদ্য বিতরণ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।