মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সহিংস সংঘাতের অবসান ঘটাতে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তান (টিএলপি) পার্টির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে টিএলপির দশ দিনের বিক্ষোভের অবসান হবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং ধর্ম বিষয়কমন্ত্রী মুফতি মুনিবুর রেহমান ওই চুক্তির আলোচনায় অংশ নেন। গতকাল রবিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে চুক্তির কথা প্রকাশ করলেও এর বিস্তারিত নিয়ে কিছু জানাননি তারা।
মুফতি মুনিবুর রেহমান বলেন, ‘চুক্তির বিস্তারিত এবং ইতিবাচক ফলাফল জাতির সামনে এক সপ্তাহ বা ওই রকম সময়ের মধ্যে সামনে আসবে।’ এতে টিএলপি নেতা সাদ রিজভির অনুমোদন রয়েছে বলে জানান তিনি।
গত বছরের ফ্রান্স বিরোধী বিক্ষোভের সময় গ্রেফতার হন টিএলপি নেতা সাদ রিজভি। তার মুক্তির দাবিতে গত ২২ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে ‘লং মার্চ’ শুরু করে হাজার হাজার টিএলপি সমর্থক। এছাড়া তারা শার্লি হেবদো ম্যাগাজিনে নবী মোহাম্মদ (সা) এর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কারের দাবিও তুলেছে তারা।
টিএলপি সমর্থকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান সরকার। লং মার্চে বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় টিএলপি সমর্থকেরা। এতে অন্তত সাত পুলিশ কর্মকর্তা এবং চার বিক্ষোভকারী নিহত হয়েছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে।
প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ফরাসি দূতাবাস বন্ধ এবং রাষ্ট্রদূত বহিষ্কারের দাবি মেনে নিতে অস্বীকার করার এক দিনের মাথায় ওই সহিংসতা ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, টিএলপি এবং সরকারের আলোচনা গভীর রাত পর্যন্ত চলে। এই আলোচনা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়।
লং মার্চ শুরুর পর রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিক্ষোভের কারণে ইতোমধ্যে লাখ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।