নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসন্ন ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে এই দুই ক্লাবের কাছ থেকেই অগ্রিম নেওয়ার অভিযোগ উঠেছে ডিফেন্ডার আতিকুজ্জামান আতিকের বিরুদ্ধে। অথচ শেষ পর্যন্ত তিনি নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। নতুন মৌসুমে এই ক্লাবের হয়েই খেলবেন তিনি। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অভিযোগ করেছে মোহামেডান। সাদাকালোদের ফুটবল ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স গতকাল তথ্যটি নিশ্চিত করেন। আবাহনীর কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টিও জানা গেছে ক্লাব সূত্রে। এ বিষয়ে আতিকুজ্জামান আতিকের সহজ স্বীকারোক্তি, ‘আমি শেখ জামালে খেলবো। দুই ক্লাবের টাকা ফেরত দিয়ে দেবো।’ এ প্রসঙ্গে বাফুফের কম্পিটিশন কমিটির কর্মকর্তা জাবের বিন তাহের আনসারি বলেন, ‘মোহামেডানের অভিযোগের চিঠি আমরা পেয়েছি। দলবদলের পর ওই ফুটবলারকে তিন দিনের সময় দেওয়া হবে সংশ্লিষ্ট অভিযোগকারী ক্লাবগুলোর সঙ্গে বসে সমাধান করতে। তা নাহলে বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে যাবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।