Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদো-কাভানি নৈপুণ্যে ইউনাইটেডের জয়

লিভারপুলের ড্র হেরেই গেল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

পুরনো ঠিকানায় নতুন শুরুটা দারুণ হলেও হঠাৎ করেই যেন গোলের ঠিকানা ভুলে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর অবশেষে জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা। গোল পেলেন এডিনসন কাভানিও। জয়ের স্বস্তি ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। ইংলিশ প্রিমিয়ার লিগে গতপরশু রাতে টটেনহ্যাম হটস্পারের মাঠে ৩-০ গোলে জেতে ইউনাইটেড। গত দুই রাউন্ডে লেস্টার সিটির কাছে ৪-২ গোলে হারের পর লিভারপুলের বিপক্ষে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল উলে গুনার সুলশারের দল।

১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম। একই দিন নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো চেলসি ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ২-২ ড্র করা লিভারপুল ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে হারা শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ২০ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। একই রাতে প্রিমিয়ার লিগের আরো দুই বড় দলও খেলতে নেমেছিল নিজেদের মাঠে। কিন্তু তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। অ্যানফিল্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ড্র করল লিভারপুল। আর ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেই গেল ম্যানচেস্টার সিটি। দুই গোলে এগিয়ে যাওয়ার পর ব্রাইটনের বিপক্ষে ২-২ ড্র করে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা সিটি।
দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে জিতেছে চেলসি। ১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টমাস টুখেলের চেলসি। ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। আর চলতি লিগে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া সিটি সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা ওয়েস্ট হ্যাম ১৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। দিনের আরেক ম্যাচে লেস্টার সিটির মাঠে ২-০ গোলে জয়ী আর্সেনাল ১০ ম্যাচে সমান ১৭ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনাইটেডের জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ