Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় আজ করোনায় মৃত্যু নেই, শনাক্তও নেই

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:৫৬ পিএম

আজ রোববার (৩১ অক্টোবর) খুলনায় কোনো করোনা রোগী শনাক্ত হননি। মৃত্যুও হয়নি। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তের হার শুন্য।
তিনি আরো জানান, এ পর্যন্ত খুলনায় সর্বমোট ১ লাখ ৫১ হাজার ১৯২ টি নমুনা পরীক্ষায় ২৭ হাজার ৯৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট ৭৭৪ জন মারা গেছেন। গতকাল ৩০ অক্টোবর করোনা শনাক্ত হন ১ জন, ২৯ অক্টোবর ৪ জন, ২৮ অক্টোবর ১ জন, ২৭ অক্টোবর ০, ২৬ অক্টোবর ২ জন এবং ২৫ অক্টোবর ১ জন শনাক্ত হন। সর্বশেষ ১৭ অক্টোবর খুলনায় ২ জন মারা গেছেন। সার্বিকভাবে বলা যায় খুলনা এখন অনেকটাই করোনা মুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ