মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে সংলাপ শুরুর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে এমন ধরনের যেকোনো পদক্ষেপ নেয়া থেকে সংশ্লিষ্ট দেশগুলোকে বিরত থাকা উচিত।
ইরানের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্ট মিখাইল উলিয়ানভ এসব কথা বলেছেন।
এতে তিনি বলেছেন, ভিয়েনা সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি দেশকে এমন যেকোন ধরনের পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকা উচিত যা পরমাণু সমঝোতার আলোচনা শুরু ও সফলভাবে শেষ করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে।
ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের ওপর শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা শুরুর ক্ষেত্রে আমেরিকা আন্তরিক বলে বারবার দাবি করা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা আরোপ করল। ইরান বলছে, আমেরিকা মুখে পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনার কথা বললেও তারা প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্পের চাপ সৃষ্টির নীতিই অনুসরণ করছে এবং তারা তেহরানের ওপরে বারবার নিষেধাজ্ঞা আরোপ করছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।