Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সা.) এর আদর্শই একমাত্র মুক্তির গ্যারান্টি

সীরাত সম্মেলনে- নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৮:১৬ পিএম

অশান্তি মানুষের অধিকার ভূলুণ্ঠিত ও সাম্প্রদায়িক বিভেদ থেকে মুক্তি পেতে হলে রাসূল (সা.) এর আদর্শের কোন বিকল্প নেই। কারণ মুহাম্মদ (সা.) অশান্ত পৃথিবীতে শান্তির আবহ সৃষ্টি করেছেন। সকল শ্রেণিপেশার লোকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছেন এবং সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাসূল (সা.) এর আদর্শই একমাত্র মুক্তির গ্যারান্টি। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় মুফাসসির পরিষদের উদ্যোগে জাতীয় সিরাতুন্নবী (সা.) সম্মেলনে বক্তারা উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুরফুরা শরীফের পীর মাওলানা মিশকাত ছিদ্দিকী। সম্মেলনে আলোচনা করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শওকত মাহমুদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ নাজিম উদ্দিন আল আজাদ, মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক, ঢাকা উত্তর বাড্ডা ইসলামীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ড. আনোয়ার হোসাইন মোল্লা, জাতীয় মুফাসসির পরিষদের মহাসচিব মাওলানা শায়েখ জামালুদ্দিন, জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় অফিস সম্পাদক ক্বারী মাওলানা সরোয়ার হোসেন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা ড. ইমরানুল হক, মাওলানা নাসির ইকবাল বিন শাফী ও মাইনুল ইসলাম মাজেদী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মুফাসসির পরিষদের সহ সভাপতি মাওলানা কাজী মারুফ বিল্লাহ। সভায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ মুফাসসিরদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী বলেন, হযরত রাসূলে কারীম (সা.) এর আদর্শের পূর্ণ অনুসরণ করে জাতীয় মুফাসসির পরিষদ তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলেই আগামী দিনে শান্তিপূর্ণ দেশ ও সমাজ গড়া সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীরাত সম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ