Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৪শ’ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করল গ্রিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

ক্রিট দ্বীপের কাছে সমুদ্র থেকে ৪০০ অভিবাসন প্রত্যাশী বোঝাই একটি কার্গো জাহাজকে উদ্ধার করেছে গ্রিস। শুক্রবার জরুরি সংকেত পাওয়ার পর জাহাজটি উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের উদ্ধৃত করে গ্রিক কোস্ট গার্ড জানায়, তুর্কি পতাকাবাহী জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছে। এটিকে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের বড় উদ্ধার অভিযানের একটি বলে অভিহিত করেছে কোস্ট গার্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে তীরে ভেড়ানো হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তা জানা যায়নি। তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশের অন্যতম রুট হলো গ্রিস। কিন্তু ২০১৬ সালে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পর এই সংখ্যা অনেক কমে যায়। চুক্তির শর্ত হিসেবে অভিবাসীদের গ্রিসে পৌঁছানো ঠেকাতে সম্মত হয়েছিল আঙ্কারা। ২০১৫ সালে প্রায় দশ লাখ মানুষ ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করে। বেশির ভাগ সিরীয় নাগরিক এবং তুরস্কের কাছাকাছি ক্রীট দ্বীপ হয়ে তারা প্রবেশ করে। আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পুনরায় নতুন শরণার্থী সংকটের আশঙ্কা করছে ইউরোপীয় দেশগুলো। মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে একটি নৌকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছিল শিশু। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ