Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার নির্বাচন সম্পন্ন

আল্লামা আবু রায়হান সভাপতি, সাদ’সাইফুল্লাহ মহাসচিব নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৭:৪৪ পিএম

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর (২০২১-২৩) সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লালবাগ শাহী মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী আল্লামা আবু রায়হান। দ্বিতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হয়েছেন মাদরাসা উম্মুল ক্বোরার মুহতামিম প্রখ্যাত ক্বারী শায়েখ মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী। তাছাড়া নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা ক্বারী সালাহউদ্দিন জাহাঙ্গীর।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। ক্বারী শায়েখ মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সারাদেশ থেকে শতাধিক আলেম-ওলামা ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে চারজনকে মাওলানা ক্বারী এরশাদ উল্লাহ আকমাল, মাওলানা ক্বারী মাসউদুর রহমান, মাওলানা ক্বারী শরিফুল ইসলাম ও মাওলানা ক্বারী মুদ্দাসির আনোয়ারকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী আজহারুল ইসলাম, মাওলানা ক্বারী নাজির মাহমুদ, সহ-সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ (কাতার), মাওলানা ক্বারী ইসমাঈল বেলায়েত, মাওলানা ক্বারী কামাল উদ্দিন (কামাল হুজুর) মাওলানা ক্বারী মাহমুদুল হক হাফেজ্জী ও মাওলানা ক্বারী আব্দুল আওয়াল খান। যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী ইব্রাহিম খলিল, মাওলানা ক্বারী আমজাদ হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা ক্বারী মোহাম্মদ উল্লাহ বিন হাফিজ, মাওলানা ক্বারী মোস্তাফিজুর রহমান মাহফুজ, মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। অর্থ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহমান মৃধা, সহ-অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ইকবাল হোসাইন আশরাফী, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম শরিয়তপুরী, সহ-প্রচার সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান, দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী উসামা হাফেজ্জী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল হাফিজ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী সাঈদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদ আবদুল্লাহ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাকসুদুল আরেফিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী ওয়ালিদ হামিদী আল মাদানী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল লতিফ মাদানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী শামসুল হক ওসমানী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল হারুন, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মাওলানা ক্বারী মাহমুদুল হক জালীস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাহমুদ হুজাইফা, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাহমুদুল হাসান সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য মাওলানা ক্বারী গাজী আল মাহমুদ, মাওলানা ক্বারী আবরারুল হক হাতেমী, মাওলানা ক্বারী এমদাদুল্লাহ, মাওলানা ক্বারী মঈনুল ইসলাম সায়েম, মাওলানা ক্বারী আবু তাহের মিসবাহ, মাওলানা ক্বারী আবু তাহের সিদ্দিকী, মাওলানা ক্বারী জাফর সালেহ। এছাড়া নির্বাহী কমিটির সদস্য পদগুলো প্রথম বৈঠকে পূরণ করা হবে। সর্বোচ্চ কমিটি, বোর্ড অব গভর্নরস (নীতিনির্ধারণী কমিটি) এর চেয়ারম্যান শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, গভর্নর শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর, শায়েখ আজহারুল ইসলাম, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা মাহমুদুল হক, সচিব মাওলানা আব্দুর রহমান মৃধা, গভর্নর মাওলানা ইকবাল হোসাইন আশরাফী। অনুষ্ঠানের সংগঠনের প্রতিষ্ঠাতা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী কর্মসূচি ঘোষণা দেন।

কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিপী, যাত্রাবাড়ী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু নোমান আল মাদানী, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত বিভাগের ডাইরেক্টর আনিসুর রহমান সরকার, জাতীয় ইমাম সমাজের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা বেলায়েত হোসেন আল-ফিরোজী, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মুফতী যোবায়ের আহমদ কাসেমী, ক্বারী লুৎফর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতী আবদুল কাইয়ুম। সম্মেলনে আগামী ২৮ জানুয়ারি ২০২২ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। প্রধান অতিথি সৈয়দ আবু হোসেন বাবলা দেশে পবিত্র কোরআনের চর্চা বৃদ্ধির সকল প্রচেষ্টার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার নির্বাচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ